সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা শেখ আশরাফুল হক আর নেই। বৃহস্পতিবার সকাল ৭টা ১৫মিনিটের সময় তিনি শহরের সুলতানপুরে অবস্থিত তার নিজস্ব বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি—–রাজেউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মিয় স্বজন বন্ধু বান্ধব গুনাগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে প্রথম মেয়র হিসেবে তার কফিনে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পরে বৃহস্পতিবার বাদ জোহর সাতক্ষীরা পৌরসভা চত্ত্বরে মরহুমের প্রথম জানাযা ও পরে বিকাল ৪টা ৪৫ মিনিটে শহরের সুলতানপুর ক্লাব মাঠে মরহুমের দ্বিতীয় নামাজের জানাযা শেষে তাকে দাফন করা হয়। তার জানাযা পূর্ববর্তী সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব মো.তাজকিন আহমেদ চিশতি,সাবেক মন্ত্রী ডা.আফতাবুজ্জামান,জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজহার হোসেন,জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি শেখ নুরুল হুদা,জেলা আওয়ামীলীগ নেতা ফিরোজ আহমেদ,প্যানেল মেয়র আব্দুস সেলিম, কাউন্সিলর শফিক উদ-দৌলা সাগর। এছাড়া কাউন্সিলর ফিরোজ হোসেন,জাহাঙ্গীর হোসেন কালু,শাহিনুর রহমান,শফিকুল আলম বাবু,আব্দুস সেলিম,যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা,আওয়ামীলীগ নেতা লাভলুসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন প্রমুখ। উল্লেখ্য শেখ আশরাফুল হক সাতক্ষীরা সড়ক বিভাগে তার কর্মজীবন শুরু করেন। অবসরের পর তিনি সক্রিয় রাজনীতির সাথে যুক্ত হন। তিনি সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি প্রথমে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মেম্বর নির্বাচিত হন। পরবর্তীতে পরপর ৩ বার নির্বাচিত হন চেয়ারম্যান। তৃতীয় মেয়াদে তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সরকার পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধিদের পদমর্যাদা পরিবর্তন করলে তিনি মেয়র হন।

সূত্র: সাতনদী নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন