বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে নড়াইলে ১০ কোটি টাকার মানহানী মামলা ও ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলাতেই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর- নড়াইল: ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। গতকাল বুধবার দুপুরে নড়াইলে স্থানীয় দৈনিক বিডি খবর পত্রিকার নিজস্ব প্রতিনিধি মিলি খানমের দায়ের করা মানহানি মামলায় এ আদেশ দিয়েছেন সদর আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল আজাদ। মামলার বিবরণে জানা যায়, গত ১৬ অক্টোবর রাতে ৭১ টিভির টকশোতে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় মামলার বাদী নড়াইলে বিডি খবরের নিজস্ব প্রতিনিধি মিলি খানম মারাত্মকভাবে ক্ষুব্ধ ও মর্মাহত হন। মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমগ্র নারী সাংবাদিকদের কলঙ্কিত করা হয়েছে। এ কারণে মিলি খানম বাদী হয়ে দুপুরে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে নড়াইল সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন। মামলার আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা অফিস জানায়, নারী সাংবাদিককে কটূক্তির অভিযোগে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গতকাল বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামশ জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য সুমনা আক্তার লিলি। ট্রাইব্যুনালের পেশকার শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার বাদী আবেদনটি এজহার হিসেবে গণ্য করার জন্য আবেদন করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানাকে মামলাটি এজহার হিসেবে নেয়ার জন্য নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার রংপুরের একটি মানহানির মামলায় ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) কায়সারুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাতে গ্রেফতার মইনুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
সূত্রঃদৈনিক নওপাড়া।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন