শাহারিয়ার জেমি : সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
বাংলাদেশ আওয়ামীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি
মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর ডাঃ আ
ফ ম রুহুল হক এমপিকে বাংলাদেশের প্রথম পরমাণু প্রকল্প রূপপুর পরমাণু
বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে অসামান্য অবদান রাখায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউজে সর্বস্তরের
পেশাজীবীদের উপস্থিতিতে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ
হোসেনের সভাপতিত্বে এবং সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি
মো. বশির আহমেদের পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত
অতিথি ছিলেন প্রফেসর ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ
অতিথি ছিলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার,
সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ কাজী হাবিবুর
রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালের
চিত্রের সম্পাদক আবু আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি
আলহাজ্ব এস এম শওকত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক
সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের আইন
বিষয়ক সম্পাদক ওসমান গনি পিপি,সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি।সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ
সম্পাদক শাহাজাহান আলী।সদর
উপজেলা আ ’লীগ নেতা শেখ মাসুম,সদর উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান
টিটু, হিরণ।স: কলেজ ছাত্রলীেগর নেতাকর্মী সাদমান সকিব, ফারিব আজমীরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, বর্তমানে বাংলাদেশ পৌছে গেছে উন্নয়নের
মহাসড়কে। সরকার অন্যান্য বিভাগের মতো বিদ্যুৎ বিভাগেও এগিয়ে যাচ্ছে
দুর্বার গতিতে। তার অনন্য প্রমাণ বাংলাদেশের প্রথম পরমাণু প্রকল্প রূপপুর
পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন। যা বর্তমান সরকারের অধিনেই সম্পন্ন
হতে চলেছে। এটি স্বাধীনতার পর আমাদের দেশের সবচেয়ে বড় উন্নয়ন
প্রকল্প। আগামী মহান জাতীয় সংসদ নির্বাচনে দেশ নেত্রী শেখ হাসিনা
যাকে দলীয় মনোনয়ন দিবেন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে
কাজ করার আজবান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম ডা. আ ফ ম রুহুল হক এমপি’র
প্রশংসা করে বলেন, “রুহুল হক সাহেবের যোগ্যতাই তাকে জননেত্রী শেখ
হাসিনার এত আস্থাভাজন করে তুলেছে। ডা. রুহুল হক বিভিন্ন
আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তাই তিনি
শুধু সাতক্ষীরা বা বাংলাদেশের নন, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব।
আমরা সাতক্ষীরাবাসী তাকে পেয়ে গর্বিত। আমরা চাই আগামীতেও তার
মাধ্যমে সাতক্ষীরার অসম্পূর্ণ উন্নয়ন কর্মকা- সম্পন্ন হোক।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য এস এম জগলুল হায়দার বলেন, “আমি
নিজে দেখেছি আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা.
রুহুল হককে কতটা গুরুত্ব দেন এবং বঙ্গবন্ধু পরিবারের কাছে ডা. রুহুল হকের
গুরুত্ব কতটা। আমরা সাতক্ষীরাবাসী এমন একজন নেতাকে পেয়ে সত্যিই
গর্বিত। ডা. রুহুল হক এমপি শুধু সাতক্ষীরা জেলার নয় বাংলাদেশের একজন উজ্জল নক্ষত্র।
আমরা তাকে আরও সম্মানের স্থনে দেখতে চাই