যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন কর্তৃক শ্রীরামকৃষ্ণদেবের ১৮৫তম জন্মতিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম।
মঙ্গলবার বিকাল ০৪.০০ ঘটিকায় রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন যশোর কর্তৃক শ্রীরামকৃষ্ণদেবের ১৮৫তম জন্মতিথি ও বার্ষিক উৎসব শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম।
এসময় পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি স্বামী জ্ঞানপ্রকাশনন্দ, অধ্যক্ষ রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন, যশোর।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন বাংলাদেশ হচ্ছে একটি অসাম্প্রদায়িক দেশের রোল মডেল, এখানে সাম্প্রদায়িক বৈষম্যের কোন স্থান নেই। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড.শ্রীঃ বীরেন শিকদার, এম.পি, (প্রাক্তন প্রতিমন্ত্রী, যুব ও ক্রিয়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)।