
সিআইডি সদরদপ্তরে দুই দিনব্যাপী জুলাই-সেপ্টেম্বর/২০২৫ এর ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ২২ ও ২৩ অক্টোবর ২০২৫ তারিখে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম এঁর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
![]()
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সিআইডি’র বিভিন্ন ইউনিটের ডিআইজিগণ বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি ও তদন্তকালীন নানা গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরার পাশাপাশি স্ব-স্ব ইউনিটে বিগত কোয়ার্টারে সফলতা ও চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতার তুলনামূলক পর্যালোচনান্তে ভবিষ্যতে করনীয় সম্পর্কে নিজেদের পরিকল্পনা ও তা বাস্তবায়নের সংকল্পের কথা ব্যক্ত পুনর্ব্যক্ত করেন।
এ সভায় সিআইডি প্রধানও নিজে উপস্থিত থেকে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সিআইডির সামনের দিনগুলোর কর্ম-পরিকল্পনা কেমন হবে তার উপর সবিস্তার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও মামলা তদন্তে বিলম্ব কিভাবে ন্যায় বিচারকে বাধাগ্রস্থ করে সে সম্পর্কে তিনি উপস্থিত সকল কর্মকর্তাকে সতর্ক করেন।
![]()
এ সময় সিআইডি প্রধান তাঁর বক্তব্যে সিআইডিতে কর্মরত সকল পুলিশ সদস্যকে সু-শৃঙ্খল জীবনযাপন, বাহিনীর সুনাম বজায় রেখে পেশাদারিত্বের সাথে সকল কার্য সম্পাদনের উপর গুরত্বারোপ করার পাশাপাশি সিআইডির তদন্তের বিশ্বমান অর্জনে ফরেনসিক বিশ্লেষণের গুরুত্বসহ নানা নির্দেশনা প্রদান করেন।
জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে অপতথ্য ও ভুল তথ্যরোধে সিআইডির সামনের সাইবার চ্যালেঞ্জের উপরও তিনি আলোকপাত করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সাইবার পুলিশ সেন্টারে ২৪/৭ মনিটরিং ব্যবস্থা আমাদের আশু নির্বাচনী প্রেক্ষাপটে তথ্যের বিকৃতি ও ক্ষতিকর উপস্থাপনা রোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে।
অপরাধ পর্যালোচনা সভার সমাপনী দিনে সিআইডি প্রধান বিভিন্ন কর্মকর্তাদেরকে বিগত তিন (০৩) মাসের ভালো কাজের উদ্দীপনাস্বরূপ ও উৎসাহ প্রদানের জন্য পুরষ্কার প্রদান করেন।
উল্লিখিত ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি সিআইডি সদরদপ্তরে কর্মরত সকল উদ্ধর্ত্তন কর্মকর্তা বৃন্দও উপস্থিত ছিলেন।
