দেশের বিভিন্ন জেলায় দুর্ধর্ষ ডাকাতি ও একাধিক হত্যাকান্ডের সাথে জড়িত সিরিয়াল কিলার রিপন ওরফে এ্যালকো রিপন (৪১)কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ঢাকার পান্থপথ এলাকা থেকে তাকে র‌্যাবের স্পোশাল কোম্পানীর সদস্যরা গ্রেফতার করেন। র‌্যাব-৬’র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ আজ ৯ফেব্র“য়ারি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

র‌্যাব সিও জানান, গত বছরের ৬ নভম্বের সিআইপি শেখ ফারুক হাসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় মামলা হয়। ওই ডাকাতির সাথে রিপন ওরফে এ্যালকো রিপনের সম্পৃক্ততার তথ্য পেয়ে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। সে ছদ্দবেশে দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিলো। গোপন সংবাদেও ভিত্তিতে র‌্যাবের স্পেশাল কোম্পানীর সদস্যরা ৮ফেব্র“য়ারি দিবাগত গভীর রাতে রাজধানী ঢাকার পান্থপথ এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার একটি ৯তলা ভবন থেকে দ্রুত পালানোর চেষ্টাকালে আসামি রিপনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ডাকাতির ঘটনা ছাড়াও বেশ কয়েকটি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তিনি আরও জানান, রিপন খুলনার দৌলতপুর থানা এবং যশারে জেলার অভয়নগর থানার একাধকি হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি। রিপন ওরফে এ্যালকো রিপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, ২০১৬ সালে খুলনার দৌলতপুর থানা এলাকার আধপিত্য বিস্তারকে কেন্দ্র করে ইকবাল হাসেনে নামক এক ব্যক্তিকে সে বুকে গুলি করে হত্যা করে। এছাড়া খুলনার অনুপ দাশ হত্যা কান্ডেও সে জড়িত। তার নামে দৌলতপুর থানায় দুইটি হত্যা মামলা রয়েছে। এছাড়া অভয়নগর থানায় ডাকাতি ও হত্যাচেষ্টার অভিযোগ আরও দু’টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের পক্রিয়া চলছে বলেও র‌্যাব অধিনায়ক জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন