♣♣♣♣
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রী অফিসে জমি রেজিস্ট্রী করতে নকল সিল, স্বাক্ষর ব্যবহার করে নামপত্তন, খাজনার চেক, হাল রেকর্ডসহ সকল প্রকার কাগজপত্র জাল-জালিয়াতি ও অবৈধভাবে দলিল রেজিস্ট্রী করার অভিযোগে ২জনকে জেল ও ১ জনকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪আগস্ট) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আকতার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ শাস্তি প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলেন গোবিন্দকাটি গ্রামের দলিল লেখক মোবাশ্বেরুজ্জামান (লাইসেন্স নং ২/০৬)। জাল জালিয়াতির অভিযোগে তাকে ভ্রাম্যমান আদালত ৭ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করেন। অপর দুজন হলেন জমি বিক্রয়ের দাতা গোবিন্দ (৩০) কে ৪ দিনের কারাদন্ড এবং গড়েরকান্দা এলাকার দলিল লেখক মো. আব্দুল বাকী (লাইসেন্স নং ৭/৯৯) কে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
স্থানীয় দলিল লেখকরা বলেন, ‘মুস্টিমেও কয়েকজন দলিল লেখকের জন্য আমাদের সুনাম নস্ট হচ্ছে। প্রকৃত অপরাধিদের সনাক্ত করে সাজা প্রদান এবং লাইসেন্স বাতিল করার দাবী জানান তারা এবং জমি রেজিস্ট্রী করার ক্ষেত্রে যারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে, তাদেরকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রেজিস্টার মো. রুহুল ইসলাম ও সাব রেজিস্টার মো. রফিকুল ইসলামসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেন দলিল লেখক ও নকল নবিশগণ।’
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আকতার বলেন, ‘দীর্ঘদিন ধরে সদর সাব রেজিস্ট্রী অফিসে এ ধরনের জাল-জালিয়াতির অভিযোগ পাওয়া যাচ্ছে। দালাল ও দলিল লেখকদের মধ্যে যারা এ ধরনের কর্মকান্ডে জড়িত তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’
সূত্রঃসাতক্ষীরা জার্নাল ডটকম।