সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

দ্বারা zime
০ মন্তব্য 62 দর্শন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সিসিইউতে খালেদা জিয়ার নিবিড় পর্যবেক্ষণ চলছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

এর আগে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে (চেস্ট) ইনফেকশন হয়েছে এবং হৃদ্‌যন্ত্র ও ফুসফুসেও জটিলতা দেখা দিয়েছে। ২৩ নভেম্বর রাতে তার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিংয়ের সময় তিনি এ তথ্য দেন।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন খালেদা জিয়া।

চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন থাকার পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যেতেন।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার পর প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে তাকে সেখানে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানান, একাধিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন