গাজীপুরে ইয়ুথ ক্লাবের উদ্যোগে ৩৫ নং বিট পুলিশিং এলাকায় সিটি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে বোর্ডবাজার জামে মসজিদের সামনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষীণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ।

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষীণ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো:শাহাদাত হোসেন।বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন দক্ষীণ বিভাগের সহকারি পুলিশ কমিশনার মো:আহসানুল হক ও গাছা থানার অফিসার ইনচার্জ মো:ইসমাইল হোসেন।এসময় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুরে ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুল ইসলাম দ্বীপ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি ইলতুৎমিশ বলেন,অপরাধ নিয়ন্ত্রনে বিশেষ ভূমিকা রাখবে সিটি টিভি ক্যামেরা গুলো। তিনি বলেন, আজ থেকে ৩৫ নং বিট পুলিশিং এলাকা পুরোপুরি পুলিশের নজরে থাকবে। অপরাধ করে এখন থেকে কেউ পার পাবেনা।অনুষ্ঠানে এসময় ৩৫ নং ওয়ার্ড কমিশনার আলহাজ্জ আবদুল্লাহ আল মামুন মন্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন