প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব ক্ষুদ্র ব্যবসায়ী ঋণ নিয়ে ব্যবসা করছেন, আপনারা সুদ বেড়ে যাচ্ছে বলে দুশ্চিন্তা করবেন না। এখন সুদ দিতে হবে না। আমি অর্থমন্ত্রীর সঙ্গে বসব, কতটুকু মাফ করা যায়, কবে দিতে হবে এসব নিয়ে।

শুক্রবার (২৭ এপ্রিল) গণভবনে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় করেন তিনি।

তিনি বলেন, করোনায় উন্নত দেশ অনুন্নত দেশ যাই হোক সবার এক অবস্থা। তারপরও আমরা ব্যবস্থা নিচ্ছি। স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী, আইন-শৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। দেশবাসী নির্দেশনা মেনে ঘরে থাকছে। আমরা সবার ঘরে খাবার পৌঁছে দিতে চেষ্টা করছি। ১০ টাকার চাল সবাইকে দেওয়ার চেষ্টা করছি। রফতানির কারণে সব বন্ধ, এটা অর্থনৈতিক বড় ধাক্বা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন