★★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):নবাগত পুলিশ সুপার সাতক্ষীরা আসার পরপর ই একের পর এক ব্যতিক্রম ধর্মী ভাল কাজ করে যাচ্ছেন।কয়েক দিন আগে তিনি নিজের হাতে তার সরকারী পাজেরুর হেড লাইটের উপরের অংশে কাল রং টেনে দিয়েছেন।তিনি রাত্রের বেলায় গাড়ি চড়তে চড়তে উপলদ্ধি করেছেন,যখন তাঁর গাড়ির ড্রাইভার হেড লাইটটি আপার-ডিপার মারেন,তখন গাড়ির অভিমুখে আসা সামনের মটর সাইলেক চালক,ইজি বাইক,প্রাইভেট কার,বাস – ট্রাক গুলো আলোর ঝলকানীতে সামনে কিছু দেখতে পান না।বিধায় দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।এসব সমস্যা গুলো তিনি গাড়িতে বসে উপলদ্ধি করেছেন এবং নিজের গাড়ি সহ জেলার সকল থানার পুলিশ পিকআপের হেড লাইটের উপরের অংশে কালো রং টানার জন্য নির্দেষনা দিয়েছেন।আস্তে আস্তে পর্যায়ক্রমে তিনি জেলার সকল সরকারী গাড়ির হেডলাইটের উপরে কাল রং টানার জন্য পরামর্শ দেন।বিষয় টি দেখে জেলার সুশীল সমাজ ভিষন খুশি হয়েছেন এবং নবাগত পুলিশ সুপার মহেদয় কে ধন্যবাদ জানিয়েছেন।

গত সপ্তাহে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ১৩৭ জন পুলিশ কনস্টেবল কে চাকুরী দিয়েছেন তিনি মেধা ও যোগ্যতার ভিত্তিতে।বিভিন্ন পত্র পত্রিকায় আমরা দেখেছি মাত্র ১০০ টাকার ব্যাংক ড্রাফ্ট করেই প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে চাকুরী পেয়েছেন।

আজ ১০ই মার্চ ২০১৮ তারিখ Satkhira District Police ফেইজবুক আইডিতে বিকাল ৪.৩২ মিনিটে একটি পোষ্ট দেখা যায়।পোষ্টটি তে দেখা যায়,পুলিশ সুপার মহোদয় সাতক্ষীরার বিভিন্ন স্কুলে গিয়ে জেলা পুলিশ সাতক্ষীরার পক্ষ থেকে ক্লাস রুটিন বিতরন করছেন।উক্ত ক্লাস রুটিনের পিছনে লেখা আছে…..যে মুখে ডাকি মা, সে মুখে মাদককে বলি না।”
“বাল্য বিবাহকে না বলি, বাল্য বিবাহ প্রতিরোধ করি।”
“জঙ্গী-মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গিকার।”

সাতক্ষীরা জেলার বিভিন্ন স্কুল-কলেজে এরূপ শ্লোগান সম্বলিত ক্লাস রুটিন বিতরণ কার্যক্রম শুরু করেছে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।

আর তারই ধারাবাহিকতায় আজ সকালে সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে শ্লোগান সম্বলিত ক্লাস রুটিন বিতরণ করছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান। এসময় জেলা বিশেষ শাখার ডিআইও-১ জনাব মোঃ আজম খান ও সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মারুফ আহম্মদসহ পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন