রাজধানী ঢাকার ট্রাফিক পরিস্থিতি নিয়ে স্পাইস-ডিএমপি ট্রাফিক আপডেট সম্প্রচার শুরু হয়েছে। বেসরকারী রেডিও ৯৬.৪ স্পাইস এফএমে প্রতি ১৫ মিনিট পর পর এ আপডেট শুনা যাবে। রাজধানীর সর্বশেষ ট্রাফিক পরিস্থিতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্পাইস এফএমের উদ্যোগে বস্তুনিষ্ঠ তথ্য নিয়ে এ আপডেট প্রচার করা হচ্ছে।

সোমবার ১৩ নভেম্বর সন্ধ্যায় গুলশানে ওয়েস্টিন হোটেলের বল রুমে ”স্পাইস-ডিএমপি ট্রাফিক আপডেট” সম্প্রচার অনুষ্ঠানের উদ্বোধন করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।

উক্ত অনুষ্ঠানে Special Guest হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ প্রধান ও আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম,ও র‌্যাবের কিংবদন্তী মহা-পরিচালক বেনজীর আহমেদ।

ডিএমপি কমিশনার মো: আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার ট্রাফিক মোসলেহ্ উদ্দিন আহমদ ও ৯৬.৪ স্পাইস এফএমের সিইও তাসনিম বর্ষা ইসলাম। অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিক, জনপ্রতিনিধি, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৯৬.৪ স্পাইস এফএমের মাধ্যমে ডিএমপি ট্রাফিক আপডেট নিয়মিত সম্প্রচার হলে রাজধানী ঢাকা শহরের সম্মানিত নাগরিকগণ অতি সহজেই সর্বশেষ ট্রাফিক পরিস্থিতি জানতে পারবে। স্পাইস-ডিএমপি ট্রাফিক আপডেট প্রচারিত হবে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার। সকাল ৭:৩০ মিনিট থেকে রাত ১০ টা পর্যন্ত। প্রতি ১৫ মিনিট পর পর শুধু মাত্র ৯৬.৪ স্পাইসএমে।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন