
সড়কে শৃংখলা ফেরাতে ও রাস্তার সৌন্দর্য বৃদ্ধিতে সাতক্ষীরা জেলা পুলিশ ভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে।গতকাল রাতে শহরে চলতে গিয়ে দেখা গেলো শহরের প্রধান প্রধান সড়কের মাঝ খানে রেডিয়েন্ট যুক্ত সিমেন্টের থাম্বা বসানো।সেই থাম্বাতে লেখা আছে পুলিশ কে সহয়তা করুন।
এবিষয়ে জানতে চাইলে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) সজীব খান এ প্রতিবেদক কে জানান,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর নিজস্ব উদ্যোগে নারায়ণগজ্ঞ থেকে ৭০ পিস সিমেন্টের থাম্বা আনা হয়েছে।যেটির সহযোগীতা করেছেন বিএসআরএম সিমেন্ট কোম্পানি।

অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) সজীব খান আরো জানান,খুলনা মহানগরী বা বিশ্বরোডে চলাচল করতে গেলে যেমন দেখা যায় রাস্তার মাঝখান দিয়ে সারিবদ্ধ ভাবে নান্দনিক থাম্বা স্থাপন করা আছে। ফলে রাস্তার একপাস দিয়ে মানুষ আসে অপর পাস দিয়ে মানুষ চলে যায়। কেউ কারো সাইডে গিয়ে সমস্যা সৃষ্টি করতে পারেনা। তদ্রুপ সাাতক্ষীরা তে আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। সজীব খান জানান, পর্যায়ক্রমে আমরা শহরের প্রত্যেকটি প্রধান প্রধান সড়কে এই দৃষ্টিনন্দন থাম্বা স্থাপন করবো যেনো সড়কে শৃংখলা ফিরে আসে। সজীব খান আরো জানান,জেলা ট্রাফিক পুলিশের টিআই কামরুজ্জামান বকুলের নেতৃত্বাধীন টিম দৃষ্টিনন্দন থাম্বা গুলো রাস্তায় সারিবদ্ধ ভাবে স্থাপন করেছে।
