যাত্রীবাহী বাস ও পুলিশ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাতক্ষীরার কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমানসহ তিনজন মারাত্মক আহত হয়েছেন।আহতের ঘটনা শোনা মাত্রই সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোঃসাজ্জাদুর রহমান বিপিএম দ্রুত ছুটে আসেন সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে দূর্ঘটনায় আহত ওসি হাসান হাফিজুর রহমান সহ অন্যান্য আহত পুলিশ সদস্যদের কে দেখতে।সেখানে কতর্ব্যরত ডাক্তারকে উন্নত চিকিৎসার নিমিত্তে যাবতীয় ব্যবস্থা গ্রহন করার জন্য অনুৃরোধ জানান পুলিশ সুপার।এসময় দেবহাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার মো:ইয়াছিন আলী উপস্থিত ছিলেন।   

প্রসঙ্গত: রোববার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের হাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত ওসি হাসান হাফিজুর রহমানসহ কনস্টেবল বখতিয়ার ও পুলিশ ভ্যানের চালক অমিতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওসি হাসান হাফিজুর রহমানকে বহনকারী পুলিশ ভ্যানটি সাতক্ষীরার দিক থেকে কালিগঞ্জের দিকে যাওয়ার পথে দেবহাটার হাদিপুর এলাকায় পৌঁছুলে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পুলিশ ভ্যানটি দুমড়ে-মুচলে গেছে। মারাত্মক আহত হয়েছেন ওসি হাসান হাফিজুর রহমানসহ তার সাথে থাকা আরও দুজন কনস্টেবল।

এদিকে, পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দুর্ঘটনায় আহত ওসি হাসান হাফিজুর রহমানের এখনো জ্ঞান ফেরেনি। তার মাথা, হাত ও পায়ে মারাত্মক জখম হয়েছে। ওসি’র অবস্থা আশংকা জনক হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতাল তাকে ঢাকায় প্রেরণ করা করেছে। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন