সাতক্ষীরা জেলা প্রশাসক ও ইসলামী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) বর্ণাঢ্য আয়োজনে ধর্মীয় ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ লক্ষ্যে গত বুধবার সাতক্ষীরা কেন্দ্রীয় জামে মসজিদে সবিনা খতম আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও অত্র মসজিদের পরিচালনা কমিটির সভাপতি ও এসএম মোস্তফা কামাল এসময় তিনি বলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) সরল সঠিক পথের প্রদর্শন হিসাবে পৃথিবীতে আগমন করেন। সারা জীবন তিনি শান্তির ধর্ম ইসলাম প্রচার করেছেন। ইসলামের সঠিক তথ্য প্রচার করতে হবে। কোন অবস্থায় ইসলামের ভূল ব্যখ্যা দিয়ে মানুষকে বিপদ গামী করা যাবে না। মানুষ সৃষ্টির সেরা জীব, ইসলামে কোথাও বোমা ফুটানো, সন্ত্রাসী ও মানুষ হত্যার বিধান নেই। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পিতা মোঃ আব্দুর রশিদ, ও এনডিসি দেওয়ান আকরামুল হক, সহকারি কমিশনার আমিনুল ইসলাম, আজহার আলী, আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির মোঃ খাজা শাহাবুদ্দিন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক কাজী জাফর আনওয়ার, সহ-সভাপতি মোজাম্মেল হক, সহ-সাধারন সম্পাদক জোনায়েদ হোসেন লস্কর, কাজী আব্দুস সালাম, সদস্য আব্দুস সবুর, লুৎফুল করিম, ইফতেখার উদ্দিন স্থানীয় মুসুল্লীগন উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলা জহিরুল ইসলাম।