নিজস্ব প্রতিবেদকঃ

অদ্য ২৮/১১/২০১৭ তারিখ সকাল ৯ টায় জেলার দুই শীর্ষ কর্মকর্তা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিট্রেট সাতক্ষীরা জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন ও পুলিশ সুপার, সাতক্ষীরা জনাব মোঃ আলতাফ হোসেন পিপিএম সাতক্ষীরা পৌরসভা ও পিপিআরসি’র যৌথ উদ্যোগে আয়োজিত “হেলদি বাংলাদেশ” এর জেলা পর্যায়ের “নাগরিক পদযাত্রায়” অংশগ্রহণ করেন।

এসময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডঃ হোসেন জিল্লুর রহমান, সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব আবুল কাসেম মোঃ মহিউদ্দিন ও সাতক্ষীরা পৌর মেয়র জনাব মোঃ তাজকিন আহমেদ চিশতিসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সুযোগ সভাপতি জনাব আবুল কালাম আজাদ,স্থানীয় সরকারের প্রতিনিধি বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থীগণ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ উক্ত বর্ণাঢ্য পদযাত্রায় অংশগ্রহণ করেন।

বর্নাঢ্য এই পদযাত্রাটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা পৌরসভা চত্ত্বরে এসে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার বাংলাদেশ কে স্বাস্থ্য, পুষ্টি, পরিচ্ছন্ন ও ফিটনেস সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সুশীল সমাজকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য উপস্থিত সকলকে আহবান জানান।

এছাড়া জেলা প্রশাসক জেলার অবিভাবক হিসাবে উক্ত অনুষ্ঠানে গুরুত্বপুর্ন ব্যক্তব্য প্রদান করেন।তিনি তাঁর ব্যক্তিতায় বলেন, সুস্থ্য দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে তিনি খেলাধুলা বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এই কর্মসূচী বাস্তবায়ন করা সম্ভব মর্মে আশাবাদ ব্যক্ত করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন