সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে একটা বোতল ফেন্সিডিল ও ১০০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত আসামীদের নাম জীবন হোসেন, সে সদর উপজেলা গোনা ইউনিয়নের গোলাম সারোয়ারের ছেলে। অপর আসামি সাগর হোসেন, সে লাবসা ইউনিয়নের জাকির হোসেনের পুত্র।
থানা পুলিশের সূত্র জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নির্দেশনায় অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জেহাদ ফখরুল আলম খানের নেতৃত্বে বিশেষ টিমের এসআই তন্ময় দেবনাথ ও দেব কুমার দাস ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা প্রাথমিক বিদ্যালয় এর সামনে অভিযান চালিয়ে মোঃ জীবন হোসেন কে ১০০ বোতল ফেন্সিডিল সহ আটক করে পুলিশের ঐ চৌকস টিম।
অপর একটি অভিযানে বৃহম্পতিবার সকালে সদর ওসি জিহাদ খানের নেতৃত্বে সাতক্ষীরা থানার এসআই পিন্টু লাল দাস,এএসআই আবু সুফিয়ান ও ফোর্স সাতক্ষীরা থানাধীন লাবসা পলিটেকনিক মোড়স্থ পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগর হোসেন কে ১০০ পিস ইয়াবা সহ আটক করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জেহাদ ফখরুল আলম খান আপডেট সাতক্ষীরা কে জানান উদ্ধার কৃত ফেনসিডিলের মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা এবং উদ্ধারকৃত ১০০ পিস ইয়াবার দাম পঁচিশ হাজার টাকা। তিনি জানান আকটকৃত দুই আসামীর নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পৃথক ২ টি মামলা দায়ের করেছে। তিনি আরো জানান আকটকৃত দের আজ বিকালে বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।