★★★★ সিটিজেন জার্নালিস্ট(জিমি) :
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ীতে আশ্রয়ন-২ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে ফিংড়ীর ব্যাংদহা বাজারস্থ এ আশ্রয়ন-২ প্রকল্পের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও সদ্য পদন্নতি প্রাপ্ত যুগ্ম সচিব জনাব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দীন। সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার জনাব তহমিনা খাতুন এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব সাদিয়া আফরিন(অন্বেষা), ফিংড়ী ইউপি চেয়ারম্যান জনাব মোঃ সামছুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল উদ্দীন, ফিংড়ী ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ সোহাগ হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান, আফসার উদ্দীন, মধুসুধন মন্ডল, আব্দুর রকিব ঢালী, সুকুমার সরদার, আশরাফ হোসেন, শেখ জাকিরুল হক, মহাদেব ঘোষ, রেবেকা বেগম, নাছিমা বেগম, আছিয়া বেগম প্রমুখ। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এবং সবার জন্য বাসস্থান নিশ্চিত করণের লক্ষে অত্র এলাকার ১শ জন হতদরিদ্র প্রত্যেককে আশ্রয়ন-২ প্রকল্পের ১টি করে ঘর বরাদ্ধ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবুল কাসেম মোহাম্মদ মহিউদ্দীন।