★★★
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
চলমান মাদক ও জঙ্গি বিরোধী অভিযানের অংশ হিসাবে গতকাল সাতক্ষীরার টেংরা ভবানীপুর সীমান্ত এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ টিম। মঙ্গলবার ভোরে সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের টেংরা ভবানীপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, সদর উপজেলার সাতানী গ্রামের জহির উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও বাঁশদহ ইউনিয়নের টেংরা ভবানীপুর গ্রামের মুকুল গাজীর ছেলে মোঃ আলী হোসেন (২২)।
পুলিশ জানায়, ভারত থেকে অবৈধ পথে মাদক এনে সাতক্ষীরা সীমান্তে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টহল দল ক্রেতা সেজে সদর উপজেলার টেংরা ভবানীপুর এলাকার মাদক ব্যবসায়ী আলী হোসেন ও সাতানী এলাকার শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় ১২ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

মাদক উদ্ধারের বিষয়ে জানতে চাইলে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলী আহম্মেদ হাশেমী বলেন,পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান মহোদয়ের নির্দেশনা মোতাবেক,গোপন সূত্রের মাধ্যমে গতকাল গোয়েন্দা শাখার পরিদর্শক জনাব শাহারীয়ার হাসান এর নেতৃত্বে এস আই মজ্ঞুরুল হাসান,এস আই মিজান,এসআই রিয়াদুল ইসলাম,এএস আই জিয়ার সম্মলিত যৌথ অভিযানে সদর উপজেলার সাতানী গ্রামের জহির উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও বাঁশদহ ইউনিয়নের টেংরা ভবানীপুর গ্রামের মুকুল গাজীর ছেলে মোঃ আলী হোসেন (২২) বাড়াতে অভিযান চালিয়ে মাটির তলায় বিশেষ কায়দায় পুতে রাখা উক্ত ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।ধৃত আসামীর নামে মাদকদ্রব্য আইনে মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হবে বলে জানানো হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন