
♣♣♣
সিটিজেন জার্নালিস্ট(জিমি):
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালন করতে সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসেনর আয়োজনে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোক দিবসের উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ,জেলা পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমান,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো:মহাসিন আলী,সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান,জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্জ মুনসুর আহম্মেদ, স্থানীয় সরকার বিভাগের ডেপুটি ডাইরেক্টর(উপ-সচিব)জনাব শাহ্ আব্দুস সাদী,অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান,আ:করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি,জেলা শিল্পকলা একাডেমীর মুশফিকুর রহমান মিল্টন প্রমূখ।
সভায় জাতির পিতার ৪৩ তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে ১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবসের বিভিন্ন কর্মসূচী গৃহিত হয়।
