আলতাফ হোসেন বাবু : র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংস্থার আয়োজনে শনিবার সকাল ১০টায় গোপীনাথপুর গ্রামে উক্ত র্যালী অনুষ্ঠিত হয়। পরে জেলা বধির কল্যাণ সংস্থার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বধির কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি হরিদাশ সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চক্ষু চিকি’সক ডাক্তার খুরশিদ জামান, লাবসা ইউপি সদস্য মনিরুল ইসলাম, জেলা বধির কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সুভাষ হালদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু বলেন, সমাজে স্বাভাবিক মানুষদের মতো বধিররাও সমান অধিকার পাবে। আমাদের সমাজে যারা বাক প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধী তারা মানুষ তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। প্রত্যেক বধির মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিভা রয়েছে। তাদের প্রতিভাকে সমাজের ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগাতে হবে। প্রধান অতিথি আলহাজ্ব আসাদুজ্জামান বাবু সমাজের বিত্তশালিদের উদ্দেশ্যে বলেন, যাদের সামর্থ রয়েছে তারা বধিরদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন কারখানা গড়–ন। বধিররা এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে। তারা পরিবারের বোঝা হতে চায় না। বধিরাও পরিশ্রম করে বেঁচে থাকতে চায়।
তিনি আরো বলেন প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধী ভাতা চালু করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য তাদের কল্যাণের জন্য কাজ করে চলেছেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত সকলেরন কাছে মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও আশির্বাদ কামনা করেন।