২১ আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধায় রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিট কার্যালয়ে সাতক্ষীরা পৌর আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি তায়ফুল ইসলামেরর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলরা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ, সাবেক জেলা পরিষদ প্রশাসক   বীর মুক্তিযোদ্ধা   মুনসুর আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আলহাজ্জ  মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ সাহিদ উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশীদ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. ওসমান আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুররুল হক, যুগ্ম-সম্পাদক রাশেদুজ্জামান রাশি, মোহাম্মাদ আলী সুজন, জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা ,

সাধারণ সম্পাদক সৈয়দ সাদেকুর রহমান সাদেক, সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের বিঞ্জ এপিপি  এড. তামিম আহমেদ সোহাগ, মীর আজহার আলী শাহিন, আমজাদ হোসেন লাভলু, মহিউদ্দিন হাশেমী তপু, মো. নুর ই আলম, আমির হোসেন খান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ সভাপতি সবুর খান, পৌর শাখার সভাপতি শাখার সভাপতি মো. নূরুল হক, সাধারণ সম্পাদক কবির হোসেনসহ জেলা, সদর ও পৌর আওয়ামী লীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন। দোয়া ও মোনাজাত পরিরচালনা করেন হাফেজ মাওলানা ফিরোজ হোসেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন