♣♣♣♣

সবচেয়ে বেশি বদলীর চাকুরী হচ্ছে পুলিশের। বছর ঘুরতে না ঘুরতেই কখনও বদলীর আদেশ এসে হাজির হয়। সন্তানের লেখাপড়ায় চরম প্রভাব ফেলে পুলিশের এই বদলী জনিত সমস্যা। অনেক পুলিশ সদস্য কর্তব‍্যের টানে পরিবার থেকে থাকেন দূরে থাকে। ঠিকমতো নিতে পারে না সন্তানের পড়ালেখার খোঁজ। এমনকি একসাথে পরিবার নিয়ে বসবাস করলেও ডিউটিতে ব‍্যস্ত থাকায় সন্তানের লেখাপড়ার খোঁজ নেয়ার সময় পান না তারা। তারপরও পুলিশের সন্তানেরা লেখাপড়া শিখে দেশের কল্যাণে অবদান রেখে চলেছেন অবিরত।

স্কুল পাল্টানোর ঝামেলার মধ‍্যেও পুলিশের যেসব সন্তানেরা ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করছেন তাদেরকে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে আজ। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক জনাব ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম(বার) মহোদয় উপস্থিত থেকে মোট ৩৬১ জন পুলিশ সদস্যের মেধাবী সন্তানদের হাতে মেধা বৃত্তি সহ সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করেন। উল্লেখ্য এবার‌ই প্রথম বাংলাদেশ পুলিশে কর্মরত সকল পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের কেন্দ্রীয়ভাবে এই মেধা বৃত্তি প্রদান করা হলো। রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পুলিশ কনভেনশন হল-এ আয়োজিত অনুষ্ঠানটি পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে সরাসরি সম্প্রচার করা হয় বলে জানা গেছে।
সূত্রঃফেইজবুক পেজ Bangladesh Police.





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন