♠♠♠♠♠
কলারোয়ার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ২০১৮-১৯অর্থ বছরের রাজস্ব খাতে আভ্যন্তরীন জলাভূমি, বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তি কর্মসূচি পালন করা হয়।

বৃহষ্পতিবার সকালে উপজেলা পরিষদ পুকুর, থানা পুকুর, ধানদিয়ার আশ্রয়ন প্রকল্প পুকুর, কেরালকাতা আশ্রয়ন প্রকল্প পুকুর, বোয়ালিয়া মসজিদ পুকুর, বঙ্গবন্ধু মহিলা কলেজ, মুরারীকাটি বিল, হুলহুলিয়া বিলসহ ১২টি উন্মুক্ত জলাশয় ও পুকুরে প্রায় ৪৫৫কেজি বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন।

এসময় জেলা (সদর) সিনিয়র মৎস্য অফিসার রাশেদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য অফিসার বজলুর রহমান সরদার, মৎস্য সম্প্রসারণ অফিসার পঙ্কজ বাহাদুর, ক্ষেত্র সহকারী সুমন কুমার সেন, আব্দুল মালেক, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, মৎসজীবী সমিতির নেতা বিমল পোদ্দার, ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ অফিসার অশোর কুমার মুখার্জিসহ মৎসজীবী ও অন্যরা উপস্থিত ছিলেন। সরকারি নির্দেশনা অনুযায়ী মাছের পোনা অবমুক্ত করা জলাশয়ে আগামি ৩মাস পর্যন্ত কোন মাছ ধরা নিষেধ বলে জানান মৎস্য অফিসার বজলুর রহমান সরদার।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন