♣♣♣♣
দেশব্যাপি চলমান মাদক বিরোধি অভিযানের অংশ হিসেবে অদ্য ইং ১৬/০৮/২০১৮ তারিখ যশোরে ১৪৪৪ বোতল ফেন্সিডিলসহ ০২ (দুই) জনকে আটক করেছে র্যাব-৬ ।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৬/০৮/২০১৮ইং তারিখ ০৪.০৫ ঘটিকার সময় র্যাব-৬, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সিনিয়র এএসপি মোঃ খোদাদাদ হোসেন এর নেতৃত্বে একটি অভিযানিক দল জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী থানাধীন কোদালিয়া সাকিনস্থ কোদালিয়া বটতলা মোড় কোদালিয়া জামে মসজিদের সামনে যশোর টু মাগুরা মহাসড়ক হয়ে ঞঅঞঅ নং বগুড়া ট-০২-০২৮৫ নম্বর সম্বলিত একটি ট্রাক যোগে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার জন্য গাড়িতে বহন করিয়া নিয়ে যাচ্ছে।
বিষয়টি যাচাই ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংগীয় অফিসার ফোর্স নিয়ে ০৪.১৫ ঘটিকায় উক্ত স্থানে চেক পোষ্ট স্থাপন করলে আগত ট্রাকটিকে ১৬/০৮/২০১৮ তারিখ ০৪.২৫ ঘটিকার সময় থামানো সংকেত দিলে পালানোর চেষ্টাকালে ফোর্সের সহায়তায় গাড়িটি আটক করা হয়। গাড়িটি আটকের পর তল্লাশি করিয়া আসামী (১) চালক মোঃ ইউসুফ গাজী (২০), পিং- মোঃ শাহিনাল গাজী, সাং- চানদাপড়া, হালসাং বারই হাট (নানা বাড়ী), (২) হেলপার শ্রী স্বপন কুমার দাস (২৩) পিং-মৃত নলীন কুমার দাস, সাং- চানদাপড়া, উভয় থানাঃ চৌগাছা, জেলাঃ যশোর ’কে পালানোর চেষ্টাকালে হাতে নাতে আটক করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদের দেখানো মতে ট্রাকের মূল বডি হতে ১৪৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ফেন্সিডিলের মালিক চৌগাছার ছুটিপুর বাসস্ট্যান্ড এলাকার জনৈক আসলাম।
আসামীদের জিজ্ঞাসাবাদে আরোও জানা যায় যে, উক্ত ফেন্সিডিল যশোরের চৌগাছা হতে ঢাকায় পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিলো। আটককৃত আসামীদের বিরুদ্ধে যশোর কোতয়ালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।