♠♠♠♠
মুসলিম উম্মাহর দ্বিতীয় প্রধান র্ধমীয় উৎসব পবত্রি ঈদ-উল-আযহাকে ঘিরে কর্মব্যস্ত হয়ে উঠেছে সাতক্ষীরার কামারশালা গুলো। টুং-টাং শব্দে অবিরাম কাজ চলছে কামারশালায়।

ঈদকে ঘিরে দা, কুড়াল, বটি, ছুরি, কোদাল সহ লোহার যন্ত্রাংশ তৈরীতে ব্যস্ত সময় পার করছে তারা। কামারদের এই ব্যস্তা জানান দিচ্ছে ঈদুল আযহা অতি সন্নকিটে।

সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, কউে হাতুড়ি দিয়ে লোহা পেটাচ্ছে, কউে হাপর টানছে, কউেবা আবার তৈরি করা সামগ্রীতে শান (ধার) দিচ্ছে। কোরবানীর পশুর চামড়া ছাড়ানো থেকে শুরু করে মাংস কাটার কাজে ব্যবহার করা হবে কামারশালায় তৈরি এসব সামগ্রী।

প্রায় ৪০ বছরের এই কর্মশালার কাজ করছেন সাতক্ষীরা শহরের প্রান কেন্দ্রে অবস্থিত জুবলী স্কুলের পাসে ঈশার আলী খোকন ও আব্দুল গফুর কর্মকার আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান, এবছররে ব্যস্ততা অন্যান্য বছরের তুলনায় বেশি। আমরা এই কোরবানীর ঈদের সময় বেশি বেশি কাজ পায়।তিনি আরো জানা এ বৎসরে গরু জবাই করা সুরি বিক্রি হচ্ছে ৬০০ টাকা,কোপা বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকা,চামড়া ছিলা সুরি বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকা,বটি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা।এছাড়া পুরাতন কোপায় ধার দেওয়ার জন্য ৮০ টাকা,বটি ধার দেওয়ার জন্য ৬০ টাকা করে নিচ্ছেন বলে জানিয়েছেন খোকন কর্মকার।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন