♣♣♣♣
নারায়নগজ্ঞ জেলায় বদলী হওয়াতে যশোরের পুলিশ সুপার জনাব মোঃআনিসুর রহমান(বিপিএম(পিপিএম) বার কে জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সংবধর্না দেওয়া হয়েছে।শনিবার ১৮ ই আগষ্ট যশোর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সন্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃদিদার আহম্মদ (বিপিএম)।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি(এ্যাডমিন এন্ড ফিন্যান্স)জনাব মোঃহাবিবুর রহমান,(বিপিএম)।অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী অতিথি’র ভূয়সী প্রশংসা পুর্বক পুলিশ সুপারের আইন-শৃংঙ্খলা রক্ষায় বিভিন্ন অবদান তুলে ধরেন।পরে বিদায়ী অতিথি’র হাতে ফুলের তোড়া সহ বিদায়ী শুভেচ্ছা তুলে দেন খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মোঃদিদার আহম্মদ,(বিপিএম)।এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃআনিসুর রহমান(বিপিএম),(পিপিএম)বার বলেন,আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি”।যশোরে যতদিন ছিলাম ততদিন আমার সহকর্মীরা আমাকে সর্বাত্মক সহযোগীতা করেছেন।এজন্য তাদের কে হুদয়ের ধন্যবাদ।তিনি আরো বলেন,যশোর জেলার আইন-শৃংঙ্খলা রক্ষায় সকল সফলতা আপনাদের আর সকল ব্যর্থতা আমি নিজেই নিলাম।তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন,তিনি যেন নতুন কর্মস্থলে আরো সফল ভাবে ও সুস্থ্য ভাবে দায়িত্ব পালন করতে পারেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার ক ও খ সার্কেল, সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল, সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল, ডিআইও(১), সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, টিআই, কোর্ট ইন্সপেক্টরসহ বিভিন্ন থানা/ক্যাম্প/ফাড়ি/তদন্ত কেন্দ্র হতে আগত পুলিশ পরিদর্শকবৃন্দ।