♣♣♣♣
যশোরের নতুন পুলিশ সুপার মঈনুল হক সোমবার দুপুরে যোগদান করছেন। বেলা সাড়ে ১১টায় তিনি বিমানে যশোরে এসে পৌছাবেন। তাকে স্বাগত জানাতে প্রস্তুত জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা। যশোরের বিদায়ী পুলিশ সুপার আনিছুর রহমানের কাছে নারায়নগঞ্জ জেলার দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে বুঝে দিয়েছেন বলে নির্ভর যোগ্য সুত্র জানিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন শিকদারের কাছ থেকে যশোরের দায়িত্ব বুঝে নেবেন। অত্যন্ত সৎ মেধাবী এবং কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। সরকারের উচ্চ পর্যায়েও তার গ্রহন যোগ্যতা রয়েছে। সীমান্তবর্তী যশোর জেলার আইনশৃংখলা রক্ষায় তিনি তার পূর্ববর্তী পুলিশ সুপারের মতো কঠোর হস্তে দমনে সফল হবেন বলে যশোর বাসি মনে করছেন। বিদায়ী পুলিশ সুপার আনিছুর রহমান মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করে ছিলেন। সচেতন মহল মনে করছেন নতুন পুলিশ সুপারও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করবেন। মাদকের বিকিকিনি বন্ধে মঈনুল হক আরো কঠোর কর্মসুচি গ্রহন করবেন এঁটাই যশোরবাসির প্রত্যাশা। পাশাপাশি যশোরে দীর্ঘ দিন পর আবার আতঙ্কের মধ্যে রয়েছেন মোটরসাইকেল মালিকরা। গেল ১০দিনে ৪টি মটর সাইকেল চুরির ঘটনায় মোটরসাইকেল মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এই দিকেও পুলিশ সুপার দৃষ্টি দেবেন বলে শহরবাসি মনে করছেন। ২০১৪ সালের ২৩ মার্চ আনিছুর রহমান যশোরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। গতকাল তিনি আনুষ্ঠানিক ভাবে বিদায় নিলেন।
সূত্রঃদৈনিক নওপাড়া।