
♣♣♣♣
নাড়ির টানে ঘরে ফিরছে মানুষ।পরিবার পরিজন নিয়ে সবাই একসঙ্গে ঈদুল আযদা উৎযাপন করার লক্ষে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মঙ্গলবার পাটোরীয়া ও দৌলদিয়া ফেরীঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব জনাব মোঃ আবদুস সামাদ।
মঙ্গলবার সকালে তিনি দৌলদিয়া ও পাটোরীয়া ফেরী ঘাট পরিদর্শনে যান।আরিচা ফেরীঘাটের নৌপথের যাত্রীদের কে নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে তাঁর এই হঠাৎ পরিদর্শন।পরিদর্শন কালে নৌপরিবহন সচিব বিভিন্ন রুটের যাত্রীদের সাথে কথা বলেন ও তাদের সুবিধা অসুবিধা সমূুহ শোনেন। ফেরীঘাটে পশুর ট্রাক ও কাঁচামালের ট্রাক গুলো আগে আগে ছেড়ে দেওয়ার জন্য তিনি বন্দর কতৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এসময় টিকিট কাউন্ডার গুলো অতিরিক্ত ভাড়া আদায় করছেন কিনা সেটাও মনিটরিং করেন সচিব।এসময় ফেরীর মালিক ও চালক দের কে অতিরিক্ত যাত্রী ও অতিরিক্ত যানবহন বহন করতে নিষেধ করেন নৌপরিবহন সচিব আবদুস সামাদ।
ফেরীঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিক দের সাথে ব্রিফিং কালে বলেন,প্রতি বৎসর ঈদের সময় অতিরিক্ত যাত্রী ও পন্যবাহী ট্রাক বহন করার কারনে চঞ্চ বা ফেরী ডুবে যাওয়ার ঘটনা ঘটে।ফলে ঈদ উৎসবে বাড়ি যেতে গিয়ে প্রান হারায় অনেকে।যেটা অত্যান্ত দুঃখজনক অপ্রত্যাষিত ঘটনা।তাই আমরা এবার ঈদুল আযহা উপলক্ষে বিশেষ টিম পরিচালনা করছি।টিম গুলো সার্বক্ষনিক চঞ্চ ও ফেরীগুলোকে মনিটরিং করছে।আমাদের বন্দরের ট্রাফিক বিভাগ জান-যট নিরাশনে নিরালস চেষ্টা করে যাচ্ছেন। আমরা আসাকরি এবৎসর কোন প্রকার দুর্ঘটনা ঘটবেনা।আমাদের বন্দর কতৃপক্ষ সব সময় যাত্রীদের কে নিরাপর্ত্তা প্রদাণে প্রস্তুত রয়েছে। অজ্ঞান পার্টি,মলম পার্টির হাত থেকে যাত্রীদের কে আরো বেশি সচেতন থাকার জন্য নৌপরিবহন সচিব আহবান জানান।এসময় দৌলদিয়া ও পাটোয়ারীর স্থানীয় প্রশাসনের কর্তকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
