♣♣♣
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যু বার্ষিকীতে কবির সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নৌপরিহন মন্ত্রনালয়ের পক্ষ থেকে নৌ-পরিবহন সচিব জনাব আবদুস সামাদ। সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।এসময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের সন্মানিত সভাপতি, সেক্রেটারী সহ অন্যান্য সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।
বিদ্রোহী কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় দেশ গঠনের আহ্বান জানান ফুল দিতে আসা প্রতিটি মানুষ। তবে শুধু দিবসকেন্দ্রিক শ্রদ্ধঞ্জলি নয় সমাজ ও রাষ্ট্রে নজরুলের চেতনা প্রতিষ্ঠার আহ্বান সবার।
১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কবি কাজী নজরুল ইসলামের। শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সমাহিত করা হয় ঢাবির কেন্দ্রীয় মসজিদের পাশে।