♣♣♣♣
সরকার পতনের পরিকল্পনা করার অপরাধে আশাশুনিতে জামাত-বিএনপি’র ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।থানা সূত্র জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান এঁর নির্দেশনা মোতাবেক, আশাশুনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথের নেতৃত্বে আশাশুনি থানা এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয় বিভিন্ন এলাকায়।
গতকাল ৩০ শে আগষ্ট ২০১৮ তারিখ রাত্র ১টা ৩০ মিনিট আনুঃ ঘটিকায় ২০ দলীয় জোটের উগ্রপন্থী নেতাকর্মীগন আশাশুনি থানাধীন বুধহাটা ইউনিয়নের মধ্যম বেউলা সাকিনস্থ উত্তর মুখী মধ্যম বেউলা সরকারী প্রাথমকি বিদ্যালয়ের পূর্ব পার্শ্বের বিল্ডিং এর বারান্দায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসাবে গোপন বৈঠক করছে এমন খবর আসে পুলিশের কাছে।গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে আশাশুনি থানা পুলিশ।এসময় কিছু লোক দৌড়ে পালালেও আসামী ১. মোঃ কবির আহম্মেদ(৫৮), পিতা-মৃত কফিলউদ্দিন ঢালী , গ্রাম-শ্বেতপুর
২. আব্দুল-আল-মামুন ওরফে সোহাগ (৩০), পিতা- মোঃ আঃ কাদের , গ্রাম-বুধহাটা
৩. মোঃ মিজানুর রহমান সানা (৪৫), পিতা-মৃত মোকছেদ আলী সানা , গ্রাম-কাপসন্ডা,
৪. মোঃ আবুল কালাম (৩৫), পিতা-মৃত আঃ সাত্তার সরদার, গ্রাম-বুধহা্টা,
৫. মোঃ আমিরুল ইসলাম (৪০), পিতা-রুহুল আমিন সরদার, গ্রাম-কুল্লা
৬. আব্দুর রহমান (৭০), পিতা-মৃত ইমদাদ আলী সরদার, গ্রাম-শ্রীউলা,
৭. আব্দুস সালাম মোল্যা (৪৫), পিতা- ইসহাক মোল্যা, গ্রাম-দক্ষিন বাইনতলা,
৮. আলাউদ্দিন আহম্মেদ (৪৭), পিতা-মোঃ জালাল উদ্দিন সরদার, গ্রাম-নওয়াপাড়া,
৯. মোঃ জহুরুল ইসলাম (৪০), পিতা-রুস্তুম আলী , গ্রাম -আশাশুনি, সর্ব থানা- আসাসুনি, জেলা-সাতক্ষীরাদেরকে উক্ত স্থান হতে হাতেনাতেক গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার দেবনাথ আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,অভিযানের সময় উপরোক্ত আসামীরা সহ পলাতক ও অজ্ঞাতনামা আসামীরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশ কে লক্ষ করে ককটেল বিস্ফারন ঘটায়।এতে দুই কন্সটেবল আহত হয়।
তিনি আরো জানান,ধৃত আসামীগন এবং পলাতক ও অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে আশাশুনি থানার নাশকতা মামলা নং-১৯(০৮)১৮ রুজু করা হইয়াছে।
এছাড়া অপর এক অভিযানে আগের রাত্রে ০২.০০ ঘটিকার সময় আশাশুনি থানাধীন জেলপাতুয়া সাকিনস্থ জনসাধারনের রাধা গোবিন্দ মন্দিরে চুরির উদ্দেশ্যে যাওয়া আসামী ১. মোঃ তরিকুল ইসলাম সরদার (২৬), পিতা-মোঃ সিরাজুল সরদার, গ্রাম-জুসখোলা, ২. পলাশ আঢ্য (৩১), পিতা-রবিন কুমার আঢ্য, ৩. গৌতম কুমার রায় ওরফে সাগর (১৮), পিতা-শংকর কুমার রায়, উভয় গ্রাম-পাটকেলঘাটা, সর্ব থানা-পাটকেলঘাটা, সাতক্ষীরাদেরকে স্থানীয় জনগনের সহায়তায় এসআই প্রদীপ কুমার সানা সঙ্গীয় অফিসার ও ফোর্সগন গ্রেফতার করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিঃশ্চিত করে আশাশুনি থানার সাব-ইন্সপেক্টর মজ্ঞুরুল হাসান আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,
গত রাতের চুরি ও ধর্ম অবমাননা ধারায় আশাশুনি থানার মামলা নং-২০(০৮)১৮ রুজু করা হয়েছে। সকল আসামীদের কে অদ্য ৩০ আগষ্ট বৃহম্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন