
♣♣♣♣
তালায় দেশীয় ওয়ান শুটার গান সহ পুলিশের কাছে আটক হয়েছে উপজেলার ছাত্র-শিবির সভিপতি।আকটকৃত আসামীর নাম খোরশেদ আলম।থানা পুলিশের বিশেষ সুত্র জানায়,জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান এঁর নির্দেশনা মোতাবেক, তালা থানা পুলিশ অবৈধ অস্ত্র-গুলি ও বিষ্ফোরকদ্রব্যাদী উদ্ধারের লক্ষে তালা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মেহেদী রাসেল ও পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর মোঃ আজগর আলী, সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান, সহকারী সাব-ইন্সপেক্টর জামিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইসলামী ছাত্র শিবির এর তালা থানা শাখার সভাপতি এবং সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী ও পরবর্তীতে সভাপতি মোঃ খোরশেদ আলম (৩৩), পিং-মোঃ হাবিবুর রহমান, সাং-সুজনশাহা, থানা-তালা, জেলা-সাতক্ষীরাকে অত্র থানাধীন ইসলামকাটি গ্রামস্থ খালপাড়া যাত্রী ছাউনির সামনে পাঁকা রাস্তার উপর হইতে ইং-০২/০৯/১৮ তারিখ রাত্র ২০.৩৫ ঘটিকার সময় ০১টি দেশীয় লোহার তৈরি ওয়ান শুটার গান অস্ত্র সহ হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিঃশ্চিত করে তালা থানার অফিসার ইনচার্জ জনাব মেহেদী রাসেল আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান, আসামীর বিরুদ্ধে অস্ত্র-আইনে তালা থানার মামলা নং-০১(০৯)১৮ রুজু করা হয় এবং আসামীকে ইং-০৩/০৯/১৮ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
