♦♦♦♦
চতুর্থবারের মতো জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ আগামী ৪-৬ অক্টোবর খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী উন্নয়ন মেলা উপলক্ষে প্রস্তুতি সভা আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয় যে, সরকারের সকল উন্নয়ন কার্যক্রমকে জনগণের সামনে তুলে ধরার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি হিসেবে এ মেলার আয়োজন করা হবে। দেশের সার্বিক উন্নয়ন প্রকল্প, শেখ হাসিনার বিশেষ ১০ উদ্যোগ ও দেশে-বিদেশে এসকল কার্যক্রমের স্বীকৃতি, মেট্রোরেল, এক্সপ্রেস ওয়ের ন্যায় মেগাপ্রকল্পসমূহ জনগণের সামনে তুলে ধরতে প্রাণবন্ত ও কার্যকর মাধ্যম হিসেবে এ মেলা সবার দৃষ্টি আর্কষণ করবে বলে সভায় মত প্রকাশ করা হয়। মেলা আয়োজনের মাধ্যমে আনন্দঘন পরিবেশে সরকারি-বেসরকারি দপ্তরসমূহের উন্নয়নভাবনা সম্পর্কে জনগণ ধারণা লাভের সুযোগ পাবে। একইসাথে প্রতিষ্ঠানগুলো মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিক সেবা প্রদান ও গণশুণানির মাধ্যমে অংশীজনের আস্থা অর্জনে সচেষ্ট হবে। প্রান্তিক জনগোষ্ঠীর স্থানীয় সমস্যা সমাধানে পরিকল্পনা প্রনয়ণ ও উদ্ভাবনশীলতা প্রকাশের সুযোগ বৃদ্ধি পাবে এই মেলায়।
মেলাকে অধিকতর অংশগ্রহণমূলক করতে আলোচনা সভা, র্যালি, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মেলা প্রাঙ্গণে নিরবিচ্ছিন্ন ওয়াইফাই ইন্টারনেট ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জেলা প্রশাসনের পক্ষ হতে অবহিত করা হয়।
সভায় সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।