♦♦♦♦
সাতক্ষীরার সর্ববৃহৎ শীতাতপ নিয়ন্ত্রিত, কম্পিউটারাইজড্, আধুনিক ও আন্তর্জাতিক মান সম্পন্ন ১০০শয্যা বিশিষ্ট সি বি হসপিটাল লিমিটেডের আজ শুভ উদ্বোধন।
সাতক্ষীরা মোজাফ্ফর গার্ডেনে সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে হসপিটাল কর্তৃপক্ষ। সাতক্ষীরার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয়ে এ হসপিটালটি নির্মাণ করা হয়েছে। সাতক্ষীরা-খুলনা সড়কের পলাশপোল চৌরঙ্গী মোড়ে আধুনিক সব চিকিৎসা সেবার সুযোগ সুবিধা প্রদানের ব্রত নিয়ে গড়ে উঠেছে সি বি হসপিটাল। আজ ৬ সেপ্টেম্বর হসপিটালটির যাত্রা শুরু।
সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাড়জোড়া বিশেষজ্ঞ প্রফেসর ডা. আ. ফ. ম রুহুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হসপিটালটিল উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা-৩ আসনের এমপি এসএম জগলুল হায়দার, সাতক্ষীরা-১ আসনের এমপি এড. মুস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেন, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. তওহীদুর রহমান, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি। এতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সি. বি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা সদর এমপি মীর মোস্তাক আহমেদ রবি।
সূত্রঃ পত্রদূত নেট।