♣♣♣♣
সারাদেশের ন্যায় খুলনাতে সড়ক ও পরিবহণ সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনা,সড়কের নিরাপত্তা বজায় রাখা সহ সড়ক দূর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে খুলনায় বাস-ট্রাক ও পিকআপের ফিটনেসের উপর ধারাবাহিক ভাবে মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত রেখেছে খুলনা জেলা প্রশাসন খুলনা, বিআরটিএ ও কেএমপির ট্রাফিক বিভাগ।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে নগরীর আপিল বাইপাস গেট এলাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি বাস-ট্রাকের ফিটনেস,চালক, যাত্রি ও পথচারীদের উদ্দ্যেশ্যে সচেতনতা বৃদ্ধিমুলক পরামর্শ প্রদান করা সহ লিফলেট বিতারণ করা হয়।

অবৈধ যানবহনের বিরুদ্ধে মোবাইল কোর্টের বিষয়ে খুলনা বিআরটিএ’র ডেপুটি ডাইরেক্টর জনাব মোঃ জিয়াউর রহমান(বাবু) আপডেট সাতক্ষীরা ডটকম কে জানান,খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এসিডি জনাব মোঃ কামরুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকির হোসেন, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ জোহির উদ্দীন বাবর সহ সঙ্গীয় পুলিশের ফোর্সের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ১৮ টি মামলার বিপরীতে ৪৫,৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।বিআরটিএ’র উপ-পরিচালক আরো জানান,অভিযান চলাকালে প্রত্যেকটি বাস-ট্রাকের ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন পরীক্ষা নিরিক্ষা করা হচ্ছে।অভিযান আরো জোরদার করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন