♣♣♣♣
সাতক্ষীরায় জেলা পর্যায়ে জাতীয় নবজাতক স্বাস্থ্য কর্মসূচী পালিত হয়েছে। “প্রতিটি নবজাতকের বাঁচার অধিকার প্রধানমন্ত্রীর অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল সকাল ১০টায় নার্সিং ইনষ্টিটিউটের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডাঃ তওহীদুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল হান্নান, অতি: পুলিশ সুপার সদর সার্কেল মেরিনা আক্তার, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক সিসি ডাঃ মুজিবুর রহমান, সদর হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডাঃ এহছেন আরা, নার্সিং সুপার ভাইজার সেলিনা আক্তার, নার্সিং ইন্সট্রাক্টর চঞ্চলা রানী, জেলা স্বাস্থ্য তত্ত্ববধায়ক জগদিশচন্দ্র হাওলাদার, সৈয়দ মিজানূর রহমান ও রবীন্দ্রনাথ সরকার, সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, নার্সিং ইনষ্টিটিউটের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর পূর্বে সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোছাঃ শাহীনূর খাতুন।