♣♣♣♣
সাতক্ষীরা কলারোয়ায় উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি ও স্কুল ড্রেস প্রদান করা হয়েছে। এছাড়া সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত টিন গৃহহীন পরিবারকে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। বৃহষ্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এগুলো বিতরণ করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। দারিদ্র ও মেধাবী ৭৭ শিক্ষার্থীর মধ্যে ৫২জনের মাঝে শিক্ষাবৃত্তির ২ লাখ ৩০ হাজার টাকা ও ২৫ জনের মাঝে ২৫ টি বাইসাইকেল বিতরণ করা হয়। আর উপজেলার ২৭জন দু:স্থ, ক্ষতিগ্রস্থ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ৬৭ ব্যান্ডেল ঢেউ টিন এবং চেক বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদ্য সাবেক ইউএনও মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আরাফাত হোসেন। ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলামের পরিচালনায় উপজেলা মাধ্যমিক অনুষ্ঠানে শিক্ষা অফিসার আব্দুল হামিদ, পৌর সভার প্যানেল মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান সামছুউদ্দীন আল মাসুদ বাবু, এসএম মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম মনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট