♦♦♦♦
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বই আকারে প্রকাশে বিশেষ সহযোগিতা করায় পুলিশ প্রধানের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক এই কাজটি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আইজিপি ড.জাবেদ পাটোয়ারি (বিপিএম)বার কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বঙ্গবন্ধু কন্যা।

শুক্রবার বিকালে গণভবনে এক অনুষ্ঠানে ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টিলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেখানে তিনি বারবার জাবেদ পাটোয়ারির প্রসঙ্গ উল্লেখ করেন।

এই বই কিভাবে প্রকাশনার পর্যায়ে এলো তা বর্ণনা করে প্রধানমন্ত্রী জানান, তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই প্রস্তুতি শুরু হয়। আর পুলিশের বর্তমান আইজি জাবেদ পাটোয়ারি পুলিশের বিশেষ শাখা এসবিতে থাকাকালে তিনি এবং তার ২২ জন কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছবিও তুলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘২১ বছর পর সরকারে আসি। এরপর একটা তথ্য পেলাম। এসবিতে তখন নিয়োগ দিয়েছিলাম শামসুদ্দিন সাহেব। তিনি আমাকে বললেন বেশ কিছু ফাইল আছে, তথ্য আছে। এর মধ্য থেকে কিছু ফাইল চেয়েছিলেন কিবরিয়া সাহেব (সাবেক অর্থমন্ত্রী) আর মোনায়েম সাহেব। তাদের একটা গবেষণা প্রতিষ্ঠান আছে। আমি সরকার প্রধান, আমার পারমিশন ছাড়া তারা ফাইল পেতে পারে না।’

‘আমি সমস্ত ফাইলগুলো নিয়ে আসি তখন। সেগুলো আমি ফটোকপি করি, তিনটা সেট তৈরি করি। একটা সেট আমি আলাদা ট্রাঙ্কে ভরে রেখে দেই, একটা সিক্রেট জায়গায়, আরেকটা সেট আমার কাছেই রাখি, আরেকটা ফাইল আমি আমেরিকায় ড. এনায়েত রহিম সাহেব তখন বঙ্গবন্ধুর ওপর তখন গবেষণা শুরু করেন, বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠা করা হয়। তার কাছে নিয়ে যাই, তার কাছেই দিয়ে দিই।’

‘আমাদের কাছে যে কপিগুলো ছিল, আমি আর বেবী মওদুদ, আমার বান্ধবী। আমরা বসে বসে সেগুলো নিয়ে কাজ করতে শুরু করি, আমরা অনেক তথ্য সংগ্রহ করতে শুরু করি।’
সূত্রঃঢাকা টাইম্স ২৪ ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন