সিটিজেন জার্নালিস্ট(জিমি):আশাশুনি থানা পুলিশের চৌকশ দায়িত্বপালন ও সফল অভিযানে রেকর্ড সংখ্যক আসামী গ্রেফতার এবং অস্ত্র-গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দেবনাথ ১৭/০৭/১৮ তাং যোগদান করেন। যোগদানের পর থেকে থানা এলাকায় শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও সার্বিক পরিবেশ অটুট রাখতে জোরদার কার্যক্রম শুরু করেন। সাথে সাথে ওয়ারেন্টের আসামী গ্রেফতারের পাশাপাশি নাশকতা, মাদকাসক্ততা ও অন্যান্য অপরাধ দমনে সুচিন্তিত তৎপরতার উদ্যোগ গ্রহণ করেন। পুলিশ সুপার সাজ্জাদুর রহমানের পরামর্শ ও নির্দেশনায় সার্বিক দিক বিবেচনায় রেখে এসআই, এএসআইবৃন্দকে কাজে লাগিয়ে ঈপ্সিত লক্ষ্যে উপনীত হতে স্বচেষ্ট হন। ফলে মাত্র একমাস পূর্ণ হওয়ার এক সপ্তাহ আগেই তিনি রেকর্ড সংখ্যক ওয়ারেন্টের আসামী গ্রেফতারে সক্ষম হয়েছেন।
১১ সেপ্টেম্বর পর্যন্ত থানায় ৩৮৭ জন সিআর ও জিআরভুক্ত ওয়ারেন্টের আসামী গ্রেফতার করেন। একই সাথে সাজাপ্রাপ্ত আসামী ৯ জন ও নাশকতা মামলার আসামী ৮৩ জন গ্রেফতার করা হয়েছে।
আসামী গ্রেফতারের পাশাপাশি দেশীয় রিভলবার ১টি, তাজাগুলি ২ রাউন্ড, হাতবোমা ৪টি উদ্ধার করা হয়েছে। এছাড়া গাঁজা দেড় কেজি, ইয়াবা ২০ পিচ ও ৭টি চোরাই মহিষ উদ্ধার করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, আমি নিজে একজন বীর মুক্তি যোদ্ধার সন্তান।আইন -শৃংখলা রক্ষার্থে আমি/আমরা বদ্ধপরিকর। অপরাধীদের সাথে কোন আপোষ নেই। সরকারের স্বার্থ রক্ষা, জনগণের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। রাষ্ট্রদ্রোহি, সন্ত্রাসী, নাশকতা সৃষ্টিকারী, জঙ্গি তৎপরতা সৃষ্টির অপ চেষ্টাকারীদের কখনো ছাড় দেওয়া হবেনা। আমরা থানার অধীন সকলের কল্যাণের পাশাপাশি অপরাধ দমনে সর্বদা সচেষ্ট আছি এবং থাকতে চাই।
প্রাসংঙ্গত ঃ কলারোয়া থানার অফিসার ইনচার্জ পদে থাকা কালীন তিনি অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপারের নিকট থেকে পরপর ৪ বার জেলার শ্রেষ্ঠ চৌকশ ওসি হিসাবে সন্মাননা ক্রেস্ট পেয়েছিলেন।
সূত্রঃদৈনিক সাতক্ষীরা ডটকম।