CitizenJournalist(Zime):  বুধবার(১২ সেপ্টেম্বর) রাত ১০ টায় ডিবিসি নিউজ রাজকাহনে ১ম অংশের টকশোতে নবনীতা চৌধুরী সঞ্চালনায় “রাসায়নিক হামলার প্রস্তুতি!” সম্পর্কে আলোচনা করা হয়েছে।

টকশোতে অংশ নেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য,সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার।
নবনীতা চৌধুরীর প্রশ্নের উত্তরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি বলেন, রাসায়নিক দ্রব্য বিভিন্ন ধরনের হতে পারে। এগুলো নিয়ে বিশেষ আতংক ছড়ানোর কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এসব বিষয়ে চিকিৎসাকরা অভিজ্ঞ।
বর্তমানে আমি যে তথ্যটি সংগ্রহ করেছি সেটি হল ডিজি হেলথ ও মন্ত্রণালয় থেকে জেলা হাসপাতালগুলো যেন সতর্ক ও প্রস্তুতি থাকে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আমরা চিকিৎসাকরা আতংকিত নয় এবং জনগনকেও বলতে চাই আপনাদেরকেও কোন আতংকিত হওয়ার দরকার নাই। আপনারা জানেন যে রাসায়নিক দ্রব্য আমাদের দেশে কিংবা আমাদের পার্শ্ববর্তী দেশে ব্যান্ড। এমনকি পৃথিবীর প্রায় সকল দেশে একটি চুক্তি সাক্ষর করে রাসায়নিক অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।”
উল্লেখ্য রাসায়নিক হামলার আশংকা করে দেশের হাসপাতাল ও জেলা হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
তবে দেশে রাসায়নিক হামলার এই মুহুর্তে কোন সম্ভাবনা নেই কিংবা আতংকিত হওয়ারও দরকার নেই বলে সকল বক্তারা সহমত পোষণ করেন।

তথ্যঃ ডেইলি সাতক্ষীরা ডটকম।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন