Citizen Journalist(জিমি):
সাতক্ষীরা শহরের নিরাপত্তা নিশ্চিত করতে ১৩৩টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করেছে জেলা পুলিশ।ফলে শহর এখন পুরো পুলিশের নজরে।শহরে কোন রকম অপরাধ করে পার পাওয়া যাবেনা বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।

শহরের প্রধান প্রধান সড়কের তিন রাস্তার তিন পাসে ক্যারেন্টের খুটির মাথায়,শহরের চৌরাস্তার চার পাসে চার দিক মুখ করে ক্যারেন্টের খুটির মাথায় ক্যামেরা গুলো বিশেষ সিস্টেমে স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে এসএ টেলিভিশনের একটি বিশেষ প্রতিবেদন করার জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে যান এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি জনাব শাহীন গোলদার।সেখানে গিয়ে তিনি জেলা পুলিশের নিরাপর্ত্তা বেষ্টনি দেখে মুগ্ধ হন।পরে পুলিশ সুপার জনাব মোঃসাজ্জাদুর রহমান তাকে নিয়ে সিসি টিভির কন্ট্রোল রুমে যান।
এসময় কন্টোল রুমে জেলার গোয়েন্দা শাখার অফিসার জনাব আলী আহম্মেদ হাশেমী উপস্থিত ছিলেন।কন্ট্রোল রুমে গিয়ে দেখা যায়, পুরো শহর সিসি টিভির ডিসপ্লের মধ্যে।এসময় পুলিশ সুপার জনাব মোঃসাজ্জাদুর রহমান এসএ টিভির জেলা প্রতিনিধি শাহিন গোলদার কে বলেন,আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ নিয়মিত মাদক-জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যহত রেখেছে।ঈদুল আযহার সময় কোন রকম অপ্রত্যাষিত ঘটনা ঘটেনি তবে কালিগজ্ঞে সম্প্রতি ইউপি চেয়ারম্যান খুন হওয়াতে আমরা আন্তরিক ভাবে মর্মাহত। তবে হত্যাকান্ডের ৫ দিনের মধ্যে আমরা তালিকাভুক্ত পাচজন আসামী কে ধরতে সক্ষম হয়েছি ও হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও মটরসাইকেল টি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। পুলিশ সুপার আরো বলেন,সম্প্রতি নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে আমরা শিক্ষার্থীদের কে খুব টেকনিক্যালে বুঝিয়ে ঘরে ফিরিয়েছি,আমাদের ট্রাফিক বিভাগ প্রতিদিন বাকাল এলাকায়,শহরের বিনেরপোতা এলাকায়,লাবসা এলাকায় সহ বিভিন্ন রুটে নিয়মিন রেজিস্ট্রেশন বিহিন যানবহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।এতে করে রাস্তায় দূর্ঘটনা তুলনা মুলক কম হচ্ছে।পুলিশ সুপার আরো বলেন,সাতক্ষীরা সহ উপজেলার ৭ টি উপজেলার পেট্রোল পাম্প মালিকদের কে নির্দেশনা দিয়েছি কোন মটর সাইকেল চালক কে হেলমেট ছাড়া পেট্রোল না দেওয়ার জন্য।এছাড়া জেলা পুলিশের বিশেষ সূত্র জানান,প্রত্যেকদিন রাতে অফিস শেষ করে বাঙলোতে যাওয়ার আগে পুলিশ সুপার মহোদয় সিসি টিভির কন্ট্রোল রুমে গিয়ে শহরের সারাদিনের ভিডিও ফুটেজ পর্যবেক্ষন করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন