Citizen Journalist(জিমি):সাতক্ষীরায় ট্রাফিক আইন মেনে চলার আহবান জানিয়ে প্রচারণা
‘ট্রাফিক আইন জানুন ও মেনে চলুন-যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা চত্বর খুলনা রোড মোড়ে জেলা পুলিশের উদ্যোগে এই প্রচারণা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জনাব মো: সাজ্জাদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সহকারি পুলিশ সুপার হুমায়ুন কবির, বিআরটিএ’র সহকারি পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ চৌধুরী, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডিবি পুলিশের  অফিসার ইনচার্জ জনাব আলী আহমেদ হাশেমী, ট্রাফিক পরিদর্শক আব্দুল মোমিন হোসেন ও পরিদর্শক মিজানুর রহমান,ট্রাফিক সার্জেন্ট মোশারফ হোসেন প্রমুখ।

এ ছাড়াও ক্যাম্পেইনে বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় পুলিশ সুপার মো: সাজ্জাদুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা যানবাহনের কাগজপত্র পরীক্ষা করেন। ট্রাফিক নিয়মকানুন সম্পর্কে সচেতন করেন। ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস তৈরীরও আহবান জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন