Citizen Journalist( জিমি): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ অনূর্ধ্ব -১৭ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়।
আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পরিচালনায় এবং জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এ খেলাটি সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে। এ খেলার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুকে স্মরণ এবং তার দেশ প্রেম, আত্মত্যাগ ও তার জীবনী নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বেশি বেশি খেলার পরিবেশ তৈরি করতে হবে। তাহলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দুর হবে। খেলা-ধূলার মাধ্যমে আমাদের মানুষিকতার পরিবর্তন ঘটাতে হবে। সাদাকে সাদা আর কালোকে বলতে হবে। তাহলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব তহমিনা খাতুন, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজ আল-আসাদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর প্রমুখ।
ফাইনাল খেলায় অংশ নেয় সাতক্ষীরা সদর উপজেলা দল বনাম দেবহাটা উপজেলা দল। প্রথমার্ধের তুমুল প্রতিদ্বন্দতা মূলক খেলায় সাতক্ষীরা সদর উপজেলা দল ২-০ গোলে এগিয়ে থাকে। সদর উপজেলার পক্ষে প্রথম গোলটি করে ৪নং জার্সি পরিহীত খেলোয়ার ইমরান হোসেন সবুজ, দ্বিতীয় গোলটি করে ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় মাসুম বিল্লাহ। দ্বিতীয়ার্ধের খেলায় দেবহাটা উপজেলা দলের ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় রায়হান ১টি গোল করে। ফলে সাতক্ষীরা সদর উপজেলা দল ২-১ গোলে জয়লাভ করে এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দেবহাটা উপজেলা দলের গোল রক্ষক অয়েজ করণী এবং সেরা গোলদাতা হয়েছেন সদর উপজেলা দলের ইমরান হোসেন সবুজ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাবেক জেলা ক্রীড়া অফিসার এনামুল হক, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক তৈয়েব হাসান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, ট্রেজারার শেখ মাসুদ আলী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী কামরুজ্জামান, হাফিজুর রহমান খান বিটু, মীর তাজুল ইসলাম রিপন প্রমুখ।
খেলার রেফারীর দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর বিশ্বাস, সহকারী রেফারী ছিলেন সঞ্জয় বিশ্বাস, রিয়াদ আরেফিন ও এ.কে.আজাদ কানন। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় উভয় দলের সমর্থক ও অসংখ্য ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা রেফারীজ এসোসিয়েশনের নব-নির্বাচিত যুগ্ম সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।