Citizen Journalist(জিমি):সেতু বন্ধন গড়ি নেটওয়ার্ক সমাজের প্রান্তিক ও উদ্যমী নারী পুরুষের নেটওয়ার্ক। মুলত এসিড সন্ত্রাসের শিকার হয়ে যারা কঠিন জীবনযাপনকেও হার মানাতে পারেনি থামাতে পারেনি তাদের সংঘববদ্ধ হওয়াকে এটা তাদেরই নেটওয়ার্ক। নির্যাতনকে জয় করে তারা আজ একত্রিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক সাধারণ সভার আয়োজন করে সেতু বন্ধন গড়ি নেটওয়ার্ক।
বার্ষিক সাধারণ সভায় সহযোগিতা করেন স্বদেশ ও একশন এইড বাংলাদেশ।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, শহর সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, শিক্ষাববিদ আব্দুল হামিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসিড সন্ত্রাসের শিকার নুরুন নাহার, ছফুরা বেগম, ও সোনালী, জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, বরসা’র সহকারী পরিচালক মোঃ নাজমুল আলম মুন্না, জেলা ব্র্যাক প্রতিনিধি রেজাউল করিম খান, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন একশন এইড বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম অফিসার নুরুন নাহার বেগম।
অনুষ্ঠানে এসিড সারভাইভারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করে তারা বলেন সামাজিকভাবে এসিড সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধসহ সাতক্ষীরায় ২১ টি এসিড সংক্রান্ত মামলার দ্রুত নিশ্পত্তি ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন