Citizen Journalist(জিমি):সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন সাতক্ষীরাতে যোগদানের খুব অল্প সময়ের মধ্যে জেলার ব্যাপক উন্নয়ন করেছেন।জেলার প্রত্যেকটি মানুষ কে তিনি তাঁর আচার-আচরন,ন্যায়-নীতি ও কর্মদক্ষতা দেখিয়ে মুগ্ধ করে তুলেছেন।সম্প্রতি তিনি যুগ্ম-সচিব পদন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিধি শাখাতে সুনাম ও দক্ষতার সহিত চাকুরী করছেন।

সাতক্ষীরাতে তিনি কি কি কাজ করেছেন?
যার কারনে সমস্ত জেলার মানুষ তাঁকে ভক্তি ও শ্রদ্ধা করে!!আসুন দেখা যাক একনজরে তার উল্লেখযোগ্য উন্নয়ন মুলক কার্যক্রমসমূহ গুলো দেখি আমরাঃ—

১) বৈচিত্রময় সাতক্ষীরা ও আমের রাজ্য সাতক্ষীরা বই প্রকাশনা করেছেন তিনি।

২) সাতক্ষীরা কালেক্টরেট স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন তিনি।

৩) পি এন বিয়াম ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞানাগার স্থাপন করেছেন তিনি।

৪) বিভিন্ন বিদ্যালয়ে আদর্শ লাইব্রেরী স্থাপন

৫) বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন

৬) প্রাথমিক বিদ্যালয় সমূহে মিড ডে মিল চালু করে গেছেন তিনি।

৭) সাতক্ষীরা জেলা শিক্ষা পদক প্রচলন করে গেছেন তিনি।

৮) জেন্ডার ভিত্তিক ওয়াশ ব্লক স্থাপন করেছেন তিনি।

৯) শ্যামনগরে  আকাশলীনা ইকো ট্যুরিসম সেন্টার প্রতিষ্ঠা তার হাত দিয়েই হয়েছিল।

 
১০) এগ্রো টেকনোলোজি পার্ক স্থাপন করেছেন তিনি।

১১) এগ্রো ফিসারিজ টেকনোলজি পার্ক স্থাপন। 

১২) দেবহাটায় রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র স্থাপন হয়েছিল তারই হাত দিয়ে।

১৩) মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক, আশাশুনি স্থাপন
১৪) বাকাল ডিসি ইকো পার্ক স্থাপন।

১৫) জেলা প্রশাসন সেবাকুঞ্জ, ভোমরা স্থলবন্দর স্থাপন
১৬) নিলীমা পার্ক, তালা 

১৭) খোলা জানালা ইকোপার্ক স্থাপন করেছেন তিনি।

১৮) পুনর্বাসিত ভিক্ষুক দের নিয়মিত মনিটরিং সহ তাদের কে নিয়মতি খোজ কবর রাখতেন তিনি।

১৯) নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিবাহ কে প্রতিরোধ করা।

২০) ইজ্ঞিন চালিত ভ্যান বন্ধ করে যান-জট মুক্ত শহর গড়ে তোলা।

২১) সততার পুরুস্কার দিয়ে ভাল কাজে মানুষ কে ভালো কাজের  উদ্বুদ্ধ করতেন তিনি।

২২) ষ্টেডিয়ামে বিনা টিকিটে খেলা দেখার ব্যবস্থা করেছিলেন তিনি।,জেলার ক্রিয়াঙ্গন কে পুনজ্জিবিত করেন তিনি।

২৩) গরীব মেধাবী ছাত্র-ছাত্রী দের কে নিজস্ব ফান্ড থেকে আর্থিক সাহায্য দিয়ে তাদের মনোবল বাড়ানো।

২৪) বিরল রোগে আক্তান্ত বিভিন্ন অসহায় মানুষ কে চিকিৎসার সুযোগ করে দেওয়া।

২৫) নকল মুক্ত শিক্ষা কেন্দ্র উপহার দেওয়া।

২৭) সাতক্ষীরার গনমাধ্যম ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে উন্নয়ন মেলা-২০১৮ তে সরকারের উন্নয়ন কে দেশবাসীর সামনে তুলে ধরা।

২৮) কৃষি ও মৎস বিভাগ কে আরও গতিশীল করা হয়েছে।

২৯) স্বাস্থ্য সেবা কে আরও উন্নত ও সহজতর করার লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হইয়াছে।ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভুয়া ডাক্তার গ্রেপ্তার করা হইয়াছে।লাইসেন্স বিহিন ক্লিনিক বন্ধ করা হইয়াছে।এছাড়া হোটেল, রেস্তরা,বেকারী,মিস্টির দোকান,ওয়াটার স্যাপ্লাই কোম্পানীতে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা বাসী কে স্বাস্থ্য সম্মত খাবার সরবরাহ করার নিরলস প্রচেষ্টা চলছে।

৩০) ভূমি অফিস কে ডিজিটালাইজ্ড করা হয়েছে।ভূমি অফিসে কাজে আসা জনগন কে বিশ্রামের জন্য মাটির ঘর নামক আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে।

৩১) সমাজ থেকে মাদক কে চির বিদায় দেওয়ার লক্ষে বিভিন্ন সময়ে এন্টি ড্রাগ নাইট টুর্নামেন্ট নামানো হয়েছে ও আমাদের আইন-শৃংঙ্খলা বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

সাতক্ষীরাতে দুই বৎসর চাকুরী পুর্তি উপলক্ষে জেলা প্রশাসনের সকল কর্মকর্তা গতকাল সন্ধায় জেলা প্রশাসক ও জেলা প্রশাসক পত্নী কে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।এসময় জেলা প্রশাসক বলেন,সাতক্ষীরার মানুষ খুব সহজ সরল ও ভাল।আমি দুই বৎসর সাতক্ষীরাতে কাজ করতে গিয়ে সকলের সহযোগীতা পেয়েছি।আমি বাকী যে কয়টা দিন সাতক্ষীরাতে থাকবো,আসাকরি আপনারা আমাকে আগের মতই সহযোগীতা করবেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন