কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অভিযান চালিয়ে গত ৩ মাসে রেকর্ড সংখ্যক আসামী গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছেন। তিনি প্রায় ৯শ ৭ জন বিভিন্ন মামলার আসামী গ্রেফতার করতে সক্ষম হয়েছে। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) হাসান হাফিজুর রহমান যোগদানের পর থেকে অত্যন্ত সাহসিকতার সঙ্গে ওয়ারেন্টের আসামী গ্রেফতারের পাশাপাশি নাশকতা, মাদক সেবি, মাদক ব্যবসায়ী ও অন্যান্য অপরাধ দমনে তৎপরতার উদ্যোগ গ্রহণ করেন। ফলে ৩ মাসের মধ্যেই তিনি রেকর্ড সংখ্যক ওয়ারেন্টের আসামী গ্রেফতারে সক্ষম হয়েছেন। অফিসার ইনচার্জের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান, ২০১৮ সালের মে মাসে ওয়ারেন্টের আসামী ১শ ৪৪, মোবাইল কোট ২০ জন ও নিয়মিত মামলার ২০ জন আসামী আটক করে। জুন মাসে ওয়ারেন্টের আসামী ১শ ২৬ জন, মোবাইল কোট ২৩ ও নিয়মিত মামলা ৩১ জনকে আটক করে। জুলাই মাসে ওয়ারেন্টের আসামী ১শ ৮২ জন, মোবাইল কোট ১৮ জন ও নিয়মিত মামলার ৩৫ জন আটক করে। আগস্ট মাসে ওয়ারেন্টের আসামী ২শ ০৮ জন, মোবাইল কোট ২৪ জন, নিয়মিত মামলা আসামী ২৬ জন গ্রেফতার করে এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত প্রায় ৫০ জন বিভিন্ন মামলার আসামী গ্রেফতার হয় বলে থানা অফিসার ইনচার্জ জানান। মাদকদ্রব্র সেবী এবং ব্যবসায়ীদের গ্রেফতারের পাশাপাশি গাঁজা, ফেনন্সিডিল, ইয়াবা উদ্ধার হয়েছে।
অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান আরো বলেন ইউপি চেয়ারম্যান মোশাররফ হত্যার ঘটনার সাথে জড়িত ইতি মধ্যে ৮ জন আসামীকে গ্রেফতার ও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার ও হত্যার রহস্য উৎপাটন করে আইনের আওতায় এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন আইন শৃঙ্খলা রক্ষাতে আমরা বদ্ধপরিকর, অপরাধীদের সাথে কোন আপোষ নেই, সরকারের স্বার্থরক্ষা, জনগণের সেবা ও কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।