বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও পুলিশ প্রধান ড.জাবেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গিবাদকে আমরা চিরতরে নির্মূল করে দিয়েছি একথা আমরা বলছি না তবে আমরা বলেছি যে এ ধরনের ঝুঁকি আমরা অনেক কমিয়ে ফেলেছি। তবে সম্পূর্ণ ঝুঁকি মুক্ত হয়ে গেছে বাংলাদেশ একথা বলার সময় এখনও আসেনি। এখনও আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে। তখন স্বগৌরবে আমরা বলতে পারবো বাংলাদেশে এখন কোন জঙ্গির ঝুঁকি নেই।
তিনি বলেন, সারা বিশ্বেই এখন জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে। জঙ্গিবাদ কোন একটা এলাকা বা একটা প্রদেশ বা একটা কমিউনিটিকে ঘিরে গড়ে ওঠে না। এটা এখন একটা বৈশ্বয়িক পর্যায়ে চলে গেছে। তবে আমাদের এখানে জঙ্গিবাদের যে প্রকাশটা ছিল সেটা ছিল পুরোপুরি এখানকার। তারা এখানকার ধারণাগুলো নিয়ে থাকতেন। কিন্তু বিশ্বের অনেক দেশে বৈশ্বয়িক জঙ্গিদের প্রভাব পড়েছে। আমি মনে করি আমরা সেখান থেকে আমাদেরকে মুক্ত করতে পেরেছি। পুলিশ ও র্্যারের গোয়েন্দাত তৎপরতায় গত ২ বছরে আমাদের এখানে(বাংলাদেশে) এখন পর্যন্ত কোন ধরণের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা পুলিশ আয়োজিত মাদক, জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি জনাব মোঃ দিদার আহম্মাদ, ঢাকা নৌ পুলিশের ডিআইজি শেখ মারুফ হাসান ,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডি আই জি জনাব মোঃ হাবিবুর রহমান,খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেথার হোসেন, ৩৩ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোঃ মোস্তাফিজুর রহমান,খুলনা জেলা পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ,নড়াইলের পুলিশ সুপার জনাব মোহাম্মাদ জসীম উদ্দীন,যশোরের পুলিশ সুপার জনাব মোঃ মঈনুল হক,চুয়াডাঙ্গার পুলিশ সুপার ,বাগেরহাটের পুলিশ সুপার,কুষ্টিয়ার পুলিশ সুপার,মাগুরার পুলিশ সুপার,ঝিনাইদহের পুলিশ সুপার, খুলনা রেঞ্জ ডিআইজি অফিসের স্টার্ফ অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাদের বেগ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্জ মুনসুর আহম্মেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম,জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোৎন্সা আরা, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মুজিবর রহমান, সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আবুল কালাম বাবলা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহম্মেদ, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি, কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মদে স্বপন, সাতক্ষীরা তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার প্রমূখ।
সমাবেশ শেষে পর্যায়ক্রমে অফিসার্স মেস ও পুলিশ লাইন্স জামে মসজিদের পুননির্মাণ কাজের ফলক উন্মোচন ও সাতক্ষীরা বাইপাস সড়কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি।পরে পুলিশ লাইন্সে বিপুল পরিমান মাদক ধ্বংস করা হয় আইজিপি’র উপস্থিতিতে।