জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
টেকসই উন্নয়নের পথে ডিজিটাইজেশনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও এস্তোনিয়ার যৌথ উদ্যোগের একটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীপুত্র জয়।

এই অনুষ্ঠানে এস্তোনিয়ার প্রেসিডেন্ট কারসিত কালজুলাইদ ও ইউএনডিপির প্রশাসক আশিম স্টেইনার উপস্থিত ছিলেন।

তারা দুজনই বাংলাদেশের ডিজিটাইজেশনের ভূয়সী প্রশংসা করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, ইউএনডিপির প্রশাসক বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের প্রশংসা করে বলেছেন যে এই প্রকল্প মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে জয় তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে ১০ বছরেই বাংলাদেশের বদলে যাওয়ার চিত্র তুলে ধরেন।

১০ বছর আগের চিত্রের সঙ্গে বর্তমানের তুলনা করে তিনি বলেন, “সে সময় মাত্র পাঁচ থেকে ছয়টা সরকারি দপ্তরে ডিজিটাল সেবা পাওয়া যেত, তাও আংশিকভাবে।”

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেওয়ার কথা বলেন জয়।

তিনি বলেন, সরকারি দপ্তরগুলোকে ডিজিটাইজেশন করা, তথ্য-প্রযুক্তি সেবা তৈরি, এই খাতে মানবসম্পদ উন্নয়ন এবং তথ্য-প্রযুক্তি খাতে শিল্প গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল।

সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার কথাও বলেন তিনি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন