Citizen Journalist(জিমি):সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা বাজারের উত্তর মাথায় ওয়ারিয়া রাধা কৃষ্ণ মন্দিরে শুক্রবার গভীর রাতে মন্দিরের তালা ভেঙ্গে চারটি প্রতিমা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা । এ ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায় মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। মন্দিরের পুরোহিত রঞ্জন পাল জানান, প্রতিদিনের ন্যায় ভোরে প্রতিমার পূজা করতে গেলে দেখতে পান যে মন্দিরের তালা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখতে পান চারটি প্রতিমার গায়ে আগুন লেগে পুড়ে গেছে। এ সময় তিনি এলাকাবাসীর সংবাদ দিলে ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে প্রশাসনকে খবর দেওয়া হয়। মন্দির কমিটির সভাপতি মোহন লাল ঘোষ ও সাধারণ সম্পাদক জগন্নাথ পাল জানান, পুরোহিতের মাধ্যমে সংবাদ পেয়ে মন্দিরে প্রবেশ করে দেখতে পায় চারটি প্রতিমা আগুনে পুড়ে গেছে। ধারনা করা হচ্ছে এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে আতংক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটাতে পারে।

এদিকে ঘটনাটি শোনা মাত্রই  সকালে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মেরিনা আক্তার, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাব-ইন্সপেক্টর শ্যামা,স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সদর থানা আ,লীগের সাংগঠনিক সম্পাদক গণেশ মন্ডল, সাংবাদিক ইয়ারব হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ,লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমেরেন্দ্রনাথ ঘোষ, জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি সোহারব হোসেন সাজু, উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ জাহিদ হোসেন, আব্দুল খালেক, ইউনিয়ন যুবলীগের সভাপতি তারক নাথ পাল, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আতা, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজিজুল ইসলাম,সহ এলাকার মন্দির কমিটির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন কালে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার সাংবাদিকদের কে বলেন আসন্ন শারদীয় দূর্গাপুজা কে সামনে রেখে যদি কোন মহল নাশকতা সৃষ্টির চেষ্টা করলে আমরা তাদের কে কঠোর হস্তে দমন করবো।তিনি আরো বলেন,ইতি মধ্যে আমাদের গোয়েন্দা পুলিশ মাঠে নেমেছে।আসা করছি আমরা খুব দ্রুত অপরাধী কে সনাক্ত করতে ও গ্রেপ্তার করতে সক্ষম হবো।

সূত্রঃঃঃদৈনিক সাতক্ষীরা ডটকম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন