সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ওয়ারিয়া রাধা কৃষ্ণ মন্দিরে শুক্রবার গভীর রাতে তালা ভেঙ্গে চারটি প্রতিমা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় রোববার সকালে সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন এবং সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী,ডেইলি সাতক্ষীরা ডটকমের সম্পাদক হাফিজুর রহমান মাছুম, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে বিশেষ বরাদ্দ দেওয়ার আশ্বাস প্রদান করা হয়।